নারায়ণগঞ্জে ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান

Slider বাংলার আদালত

175433_bangladesh_pratidin_Adalot-2

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এসব তেল নষ্ট করে ধ্বংস করা হয়।

ওই কারখানা মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার দুপুরে বন্দর উপজেলার জাঙ্গালস্থ জহিরুল ইসলামের বাড়িতে অবৈধ তেল তৈরি কারখানায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নস্থ জাঙ্গাল আইলপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে জহিরুল ইসলাম পবিত্র রমজান ও আসন্ন ঈদকে টার্গেট করে অনুমোদন বিহীন ভেজাল সয়াবিন তেল ‘ই-তির’ লেভেল লাগিয়ে বাজারে বিক্রি করে আসছিল। পুলিশ কারখানার মালিক জহিরুল ইসলামকে আটক করে পরে তার তথ্যমতে পুলিশ বিপুল পরিমান ভেজাল তেল ও তেল তৈরি সরঞ্জামাজাদী জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *