মেহেরপুরে ডিবির বিরুদ্ধে এক ব্যক্তিতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Slider সারাদেশ

meherpur

মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তিকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তুলে নিয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের কাজিপুর গ্রাম থেকে মাগরিব আলী (৪৪) নামের ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়।

মাগরিব আলী কাজিপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

বেলা ১১টায় মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে মাগরিবের স্ত্রী শাহেদা খাতুন বলেন, তাঁর স্বামী আট মাস আগে কাতার থেকে দেশে ফেরেন। বাড়ি এসে তিনি কৃষিকাজ ও গরু ছাগল পালন করে জীবিকা চালাচ্ছিলেন। তবে বিদেশে যাওয়ার আগে তাঁর স্বামী মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ছিলেন বলে শিকার করেন শাহেদা খাতুন। আট মাস আগে যখন কাতার থেকে বাড়ি ফেরেন, তখন গাংনী থানার পুলিশ মাহরিবকে মাদক মামলায় আটক করেছিল। সেই মামলায় জামিনে বের হয়ে আসেন তিনি।

শাহেদা খাতুন বলেন, আজ সকাল ৬টায় হঠাৎ সাদা পোশাকে ৫ থেকে ৬ জন লোক বাড়িতে ঢুকে মাগরিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর তিনি গাংনী থানা, মেহেরপুর সদর থানাসহ পুলিশ সুপারের কার্যালয় গিয়ে মাগরিবের খোঁজ করেন। তবে কোনো জায়গা থেকেই তাঁর খোঁজ পাননি। বাড়িতে তাঁর মেয়ে বাবার জন্য কান্নাকাটি করছে।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন বলেন, মাগরিব নামের এক ব্যক্তির খোঁজে একজন নারী এসেছিলেন। তবে তাঁকে তুলে নেওয়া ব্যাপারে ডিবি পুলিশ কিছু জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *