কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া, যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

Slider সারাদেশ

118289_p3

ঢাকা: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া রাজপরিবারের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই দুবাই হয়ে আজ ঢাকায় এসেছেন। উদ্দেশ্য কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার কুতুপালং-এ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। আজ সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে ঘণ্টা তিনেক অবস্থান করে ইউএস-বাংলার একটি উড়োজাহাজে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
ঢাকায় পৌঁছে প্রিয়াঙ্কা চোপড়া নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব।

আমাকে সেখানে অনুসরণ করতে থাকুন। এই বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’

কক্সবাজার বিমানবন্দর থেকে হলিউড-বলিউড জয়ী প্রিয়াঙ্কাকে উখিয়ায় রয়েল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সফর করছেন। তিনি চারদিন অবস্থান করবেন কক্সবাজারে। প্রিয়াঙ্কার সফরসূচি থেকে জানা গেছে, কাল সকালে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড তারকা।

আজ বেলা তিনটায় প্রিয়াঙ্কা চোপড়াকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়া হবে। এখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *