খোয়াই নদীর পানি বিপদসীমার ৬০ সে.মি. উপরে, হুমকিতে শহররক্ষা বাঁধ

Slider জাতীয়

182922_bangladesh_pratidin_411

হবিগঞ্জ শহর ঘেষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ।

গত কয়েকদিন হবিগঞ্জে তেমন বৃষ্টিপাত না হলেও হঠাৎ করে আজ শুক্রবার বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। বিকেল ৫টার দিকে নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, গত কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। ভারতের এই বৃষ্টির পানি খোয়াই নদীতে নেমে নদীতে প্লাবন সৃষ্টি করেছে। বিকেল থেকে নদীর পানি বাড়ছে। তিনি জানান, বাঁধের ঝুকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ রয়েছে। পানি বৃদ্ধির কারণে তিনি হবিগঞ্জ শহরবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *