কুষ্টিয়ায় হাবিবুর রহমান (২৫) ও জোনাকী খাতুন (১৯) নামে দুই তরুণ-তরুণীর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় কুষ্টিয়ার সদর উপজেলার হাতিয়া আব্দুলপুর এলাকার জনি মণ্ডলের স্ত্রী জোনাকী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
অপরদিকে, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের এনামুল হকের ছেলে হাবিবুর বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।