সুষ্ঠু ভোট হবে কি না সংশয় রয়েছে : মঞ্জু

Slider ফুলজান বিবির বাংলা

095109kalerkantho_pic

খুলনা: সিটি নির্বাচনের বিএনপি মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কেন্দ্রে সরকারদলীয় লোকজন আমার নিয়োজিত পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে। কিন্তু সকাল থেকে যা দেখেছি তাতে ‍সুষ্ঠু ভোট হবে কি না সংশয় রয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভোট দিতে গিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হচ্ছেন তাদের নবম নগরপিতা নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকক্ষ এক হাজার ১৭৮টি। ভোটকেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন চার হাজার ৯৭২ জন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *