‘প্রবাসী বিনিয়োগ দেশে আমূল পরিবর্তন আনতে পারে’

Slider সারাবিশ্ব

020046_bangladesh_pratidin_2

বাংলাদেশে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে ইউরোপসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য প্রবাসীরা সমন্বিতভাবে দেশে কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করে দেশের আমূল পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার (সিইএফবি) ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও) সভাপতি কাজী এনায়েত উল্লাহ।

আগামী অক্টোবরে প্যারিসে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’এর প্রস্তুতি উপলক্ষ্যে ফ্রান্সের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে আলোচনায় তিনি এ কথা বলেন।

বিনিয়োগের নিরাপত্তা পেলে সমন্বিতভাবে প্রবাসীরা দেশে বিলিয়ন ডলার বিনিয়াগ করবে, এতে দেশ-সরকার এবং প্রবাসীরা সবাই লাভবান হবে এবং দেশে হাজারো কর্মসংস্হান তৈরি হবে বলে মন্তব্য করেন এই শীর্ষ ব্যবসায়ী ও কমিউনিটি নেতা।

এছাড়া প্রবাসীরা কিভাবে দেশে বিনিয়োগ করে দেশের সেবা ও ব্যবসা দুটো একসাথে করতে পারে এ চ্যালেন্জিং বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা গবেষনা ও এক্সপার্টদের সাথে আলোচনা করে করে আসছে বলে জানান তিনি ।

২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিট ‘প্রবাসী বিশ্ব সম্মেলন’এর সফল আয়োজনকারী ছিল তাঁর নেতৃত্বাধীন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার।

আলোচনা সভায় সিইএফবির আয়োজরা জানান, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও যুগোপযোগী কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করার সুচিন্তিত পরিকল্পনা খুঁজে বের করার জন্য এ সামিটের আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং বাংলাদেশি বংশোদ্ভূত গুণীজনরা ছাড়াও হাই প্রোফাইল অতিথি ও ডেলিগেটসহ প্রায় ৭০০ অতিথি অংশগ্রহণ করবেন ।

সন্মেলনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ইকোনোমিক জোনস অথোরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথোরিটি (বেপজা), ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও দেশের সিনিয়র সাংবাদিকরা অংশ নেবেন বলে জানান আয়োজকরা।

আলোচনায় অংশগ্রহন করেন ব্যবসায়ী উদ্যোক্তা সেলিম আকন্দ, সালেহ আহমেদ চৌধুরী এবাদত হোসেন ,আলম আরা মিনু, শামীমা আক্তার রুবি, হেনু মিয়া, শুভ্রত শুভ, ফয়চল আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *