আন্তর্জাতিক বাজারে বাংলা বইয়ের পরিচিতি

শিক্ষা
ISBN_sm_197586456বাংলা বই-এর আইএসবিএন নম্বরের আন্তর্জাতিক স্বীকৃতি ও সঠিকভাবে রেজিস্ট্রেশন তালিকাভুক্তি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ ডিসেম্বর শনিবার রাজধানীর বাংলাবাজারের বাংলাদেশ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশনের (বিপিবিএ) প্রধান কার্যালয়ে এ সভা হবে।
বিপিবিএ ও অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (এসিপিএবি) পক্ষে রুকুনউদ্দিন আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, প্রকাশক ও লেখকরা স্বাধীনতার ৪৩ বছরেও বাংলা বই-এর আইএসবিএন নম্বরগুলো সঠিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি বা রেজিস্ট্রেশন তালিকাভুক্তি করতে পারেনি। তাই ইন্টারনেটে আইএসবিএন নম্বর ইনপুট দিয়ে লেখক ও প্রকাশকের নাম, বইয়ের স্বত্তাধিকারী, প্রকাশকাল ও কোন ভাষায় বইটি প্রথম মুদ্রিত কিছুই পাওয়া যায় না। তাছাড়া বাংলা বইয়ের কোনো তালিকাও নেই (মেটাডাটা) ও আমরা ভুয়া বারকোডে বই প্রকাশ করি, ফলে বিদেশিদের বাংলা বইয়ের কোনো তথ্যই পাওয়ার সুযোগ নেই। এটাই আন্তর্জাতিক বাজারে বাংলা বইয়ের পরিচিতি না পাওয়ার সুনির্দিষ্ট কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *