কাপাসিয়ায় টাকার মেশিন সহ দুই বিদেশী নাগরিক আটক

Slider বাংলার মুখোমুখি

31961107_1726500424064036_9055382779142864896_n

মাসুদ পারভেজ, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তঁরগাও ইউনিয়ন মৈশন গ্রামের মিয়ার বাজার থেকে জাল টাকা ও জাল টাকার সরঞ্জামসহ দুই বিদেশি নাগরিক ও স্থানীয় দুই যুবককে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।

৭মে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে এক লাখ দুই হাজার টাকা ও সরঞ্জামসহ তাদেঁর আটক করা হয়।
আটককৃতরা হলো, নাইজেরিয়ান মি. কে ডি (৫০), নাম ঠিকানাহীন নারী (৪২), উপজেলার মৈশন গ্রামের সোলায়মানের ছেলে আলমগীর হোসেন (৩৭), তাঁর আরেক ছেলে সোহান ( ২৮)।

মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজার সংলগ্ন রাস্তায় বিদেশি নাগরিকসহ কয়েকজন হট্টগোল মারামারি করছে দেখে স্থানীয় লোকজন কাপাসিয়া থানায় খবর দেয়। পুলিশ এসে হট্টগোলকারিদের থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার এস আই শাহজাহান মিয়া বলেন, দুই বিদেশিসহ চারজনকে গ্রেফতার করেছি, বিদেশি দুজনের নাম জানা যায়নি।
এ ঘটনায় একটি প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ২৭-৭৮৯৪) আটক করা হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এক লাখ দুই হাজার জাল টাকা ও সরঞ্জামসহ নাইজেরিয়ান দুই নাগরিক ও স্থানীয় দুইজনকে আটক করা হয়। মামলা পক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *