সৌদি জুড়ে তৈরি হচ্ছে গির্জা

Slider বিচিত্র

untitled-1_2268

ক্রমান্বয়ে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব। হাজার বছরের অনিয়মগুলো একেরপর এক নিয়ম হয়ে যাচ্ছে দেশটিতে। নারীদের উন্মূক্ত চলাফেরা, তাদের গাড়ি চালানো, নির্বাচনে অংশ নেয়া, এমনকি সিনেমা দেখা দেশটিতে এখন জায়েয।

আর এরই মধ্যে এসেছে নতুন খবর। সৌদি আরবে তৈরি হচ্ছে খ্রিস্টান ধর্মের উপাসনালয় (গির্জা)।

এরই মধ্যে দেশটিতে গির্জা প্রতিষ্ঠা করতে স্থানীয় এক ওয়াহাবি নেতা ও ভ্যাটিকানের কার্ডিনালের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এক জ্যেষ্ঠ ক্যাথলিক কর্মকর্তা বলেন, এটা হবে আমাদের সম্পর্ক পুর্নস্থাপনের শুরু।

আন্তঃধর্মীয় সংলাপের জন্য গঠিত বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরিন গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন।

তার এ সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদমধ্যমগুলো অনেক সংবাদ পরিবেশন করলেও আন্তর্জাতিক পত্রিকাগুলো নিশ্চুপ ছিল।

রিয়াদ সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন।

সৌদি আরবের অন্যতম ওয়াহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল কারিম আল ইসসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি সই হয়েছে।

গত কয়েক দশকে সৌদি আরবে বহু অমুসলিম অভিবাসী আশ্রয় নিয়েছেন। দেশটিতে এখন প্রায় ১৫ লাখ অভিবাসী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *