অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র-চীনের পরই সৌদি

Slider সারাবিশ্ব

next-level

২০১৭ সালে পুরো বিশ্বজুড়ে অস্ত্রের কেনাকাটা হয়েছে ১ হাজার ৭৩৯ বিলিয়ন ডলারের। যার মধ্যে ৩৫ শতাংশ ব্যয়ই যুক্তরাষ্ট্রের। সে হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি সামরিক ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরেই চীনের অবস্থান। আর সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সৌদি আরবের নাম। ফলে চতুর্থ স্থানে চলে গেছে অন্যতম সামরিক পরাশক্তি রাশিয়া।

সুইডেনভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট (এসআইপিআরআই) সিপ্রি’র ২০১৭ সালের বিশ্বের সামরিক ব্যয় সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিপ্রি’র গত বছর সৌদি আরব অস্ত্র কিনতে ব্যয় করেছে ৬ হাজার ৯৪০ কোটি মার্কিন ডলার।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ২০১৭ বিশ্বে সামরিক ব্যয় হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি মার্কিন ডলার, যা আগের বছর অর্থাৎ ২০১৬ সালের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।

এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। দেশটি গত বছর ৬১ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।দ্বিতীয় অবস্থানে থাকা চীন ব্যয় করেছে ২২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।

রাশিয়া ব্যয় করেছে ৬ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। বলা হচ্ছে, রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা থাকায় সামরিক খাতে দেশটির ব্যয় কমেছে।

এছাড়া একই সময়ে ভারত ৬ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার, ফ্রান্স ৫ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার, ব্রিটেন ৪ হাজার ৭৭২ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।

জাপান সামরিক খাতে ব্যয় করেছে ৪ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার। ৪ হাজার ৪৪৩ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে জার্মানি আর সেরা দশের শেষ স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ব্যয় এ খাতে ৩ হাজার ৯৯২ কোটি মার্কিন ডলার। ১১ থেকে ১৫ নম্বরের দেশগুলো হলো ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *