জনগণ চাইলেই ফিরবেন তারেক রহমান : ফখরুল

Slider রাজনীতি

315052_187

‘তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে সাজানো মামলায়। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান, জনগণ চাইলেই দেশে ফিরবেন তিনি।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন।

বুধবার বিকেলে বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে ওই সভার আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘কারাগারে স্বাভাবিক মৃত্যু হয়নি পিন্টুর।’ কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকেও সুচিকিৎসা দিচ্ছে না সরকার, এর জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আপনার মন্ত্রণালয়ে তিনজন আছেন যারা সাজাপ্রাপ্ত।’ তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পার্টির কাউন্সিলে সিদ্ধান্ত হয়ে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পার্টির চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব নেবেন। এটা আমাদের গঠনতন্ত্রে আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘উনি ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ করছেন, তাকে দেশে ফিরিয়ে আনবেন। ভয়গুলো আমাদের দেখাচ্ছেন কেন? যদি দেশে ফিরে আসতে হয় উনাকে, উনি আসবেন। যেদিন উনি মনে করবেন উনাকে দেশে ফিরে আসতে হবে, জন্মগত নাগরিক হিসেবে উনি উনার দেশে ফিরে আসবেন।’

বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি সেটি ভুলে গেলে চলবে না। দুই-দুইটা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে বিদেশের মাটিতে অবস্থান করছে। ব্রিটিশ সরকারের সাথে আমাদের আলোচনা চলছে।’

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এর আগেও আমরা বিভিন্ন দেশ থেকে সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে এনেছি। তাই তারেক রহমান যেহেতু সাজাপ্রাপ্ত আসামি তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে তারেককে ফিরিয়ে আনার চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *