৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রবাল প্রাচীর বাঁচাবে এই দেশ!

Slider সারাবিশ্ব

333-kdk

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের বিপন্ন প্রবাল প্রাচীর বাঁচাতে বিপুল পরিমাণ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

রবিবার সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ‘গ্রেট ব্যারিয়ার রিফ’কে নতুন করে গড়ে তুলতে ও জলের স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রায় ৩৩ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। সঙ্গে অবশ্যই স্টারফিশ থেকে প্রবালকে রক্ষা করতে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে।

শক্তি-শিল্প মন্ত্রী জোশ ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, দেশের উপকূলবর্তী চাষীদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের সকলকেই চাষের ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেডিমেন্ট, নাইট্রোজেন ও বিষাক্ত রাসায়নিক জলের সঙ্গে মিশে প্রবাল প্রাচীর নষ্ট করে দেয়। অন্যদিকে, স্টারফিশের বংশবৃদ্ধিতে এই রাসায়নিকগুলি অত্যন্ত অনুঘটকের কাজ করে।জলের দূষণ, অম্লতা বৃদ্ধি ও প্রবালভোজী ক্রাউন অফ থ্রনস স্টারফিশের বংশবৃদ্ধির ফলে ব্যারিয়ার রিফ এখন বিপন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *