ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। আজ চানখারপুল এলাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের একটি টিম। আটককৃতরা হলেন- রাকিবুল হাসান (২৬), মো. মাসুদ আলম (২৫), মো. আলী হোসেন শেখ (২৮) ও মো. সাঈদ ফজলে রাব্বী (২০)। এ সময় তাদের কাছ থেকে ঘটনাস্থল থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানিয়েছে, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মাসুদ আলম ছাড়া আর কেউই কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী নয়।
শুধুমাত্র মাসুদ আলম ঢাকা আলীয়া মাদরাসার শিক্ষার্থী। আর রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা রয়েছে।
৯ই এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাতে মুখোশধারী কিছু সন্ত্রাসী ভিসির বাসায় হামলা চালায়। ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। প্রাথমিকভাবে তদন্ত শেষে শাহবাগ থানা পুলিশ থেকে মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে।