গাজীপুর বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন। বাসাই এখন দলীয় অফিস!

Slider গ্রাম বাংলা

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভয়ে নেতা-কর্মীরা দলীয় অফিসে আসতে না পারায় নির্বাচনী কর্মকান্ড অন্যত্র করা হচ্ছে। এই নিয়ে পুলিশ ও বিএনপির পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আজ শনিবার সকাল থেকেই দেখা যায়, গাজীপুর শহরের রাজবাড়ি রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ের বারান্দায় পুলিশ বসে আছে। গতকাল থেকেই এখানে পুলিশ পাহাড়া দিচ্ছে বলে বলে জানিয়েছেন দোকানীরা।

এ বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন, বলছে পুলিশ।

আর বিএনপি বলছে, নির্বাচনী প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করতে দলীয় কার্যালয়ে গতকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে নেতা-কর্মীরা ভয়ে আসছে না, এতে প্রচারণায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, দলীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন হওয়ার ফলে ধানের শীষের নির্বাচনী সরঞ্জামাদী দলীয় কার্যালয় থেকে সরিয়ে একটি বাসায় নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে ওই বাসাকে অস্থায়ী কার্যালয়ের মত ব্যবহার করছে বিএনপি।

সাধারণ ভোটাররা বলছেন, প্রচারণার ক্ষেত্রে সমান সূযোগ না থাকলে নির্বাচন নিরপেক্ষ হয় না। এক প্রার্থীর দলীয় কার্যালয়ে পুলিশ থাকবে ও পুলিশের ভয়ে নেতা-কর্মীরা পালিয়ে বেড়াবে আর আর অন্য প্রার্থী নির্বিঘ্নে প্রচারণা চালাবেন, এটা ঠিক না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলের জন্য সমান সূযোগ সৃষ্টি জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *