রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আজ

Slider জাতীয়

presient-001

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, কূটনীতিকবর্গ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

আবদুল হামিদ আজ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *