জিয়ার স্বাধীনতা ঘোষনা নিজ কানে শুনেছেন জিসিসির মেয়র

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

DSC06177

মোঃ জাকারিয়া/মোস্তফা কামাল
ষ্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জিসিসির মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিলেন মেজর জিয়া-আমি নিজে কানে শুনেছি। অথচ তারা তা স্বীকার করতে চায় না।

বুধবার বিকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা আয়োজিত জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে জিসিসির মেয়র অধ্যাপক এম এ মান্নান এসব কথা বলেন।

গাজীপুর সিটিকর্পোরেশনের(জিসিসি) মেয়র মান্নান বলেন, বর্তমান আওয়ামীলীগ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ছোট করতে পারবে না। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন করেছেন।

আওয়ামীলীগের কতিপয় নেতার সমালোচনা করে তিনি বলেন, শেখ মুজিবকে হত্যা করে রক্তের দাগ না শুকাতেই খন্দকার মোশতাক ক্ষমতায় আসেন। তখন তারাই(আঃলীগ নেতারা) তাকে সমর্থন করেন।

বঙ্গবন্ধুর বরাত দিয়ে মেয়র মান্নান বলেন, শেখ মুজিব বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আমরা পেয়েছি চোরের খনি। মান্নান প্রশ্ন করে বলেন, তবে কি শেখ মুজিবের সামনে পিছনে চোর ছিলো?

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার  সভাপতি এড.সেলাইমানের সভাপতিত্বে ও এড.মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর বারের সাবেক সভাপতি ড.সহিদউজ্জামান, এড,সুলতান উদ্দিন, আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এড.সিদ্দিকুর রহমান, সাবেক পিপি আব্দুল খালেক, মোস্তফা কামাল, আইনজীবী নেতা হাফিজুল্লাহ দর্জি, মিলন উদ্দিন ভূঁইয়া প্রমূখ। অনুষ্ঠানটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এডভোকেট আলহাজ মোঃ এরশাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *