সৌদি রাজ পরিবারের বিরুদ্ধে পর্ন ভিডিও প্রস্তুতকারক প্রতিষ্ঠান আটিলা অর্থ অনাদায়ের মামলা করেছে। জানা গেছে, সেই সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িক্তে থাকা যুবরাজ সৌদ আল-ফয়সালের জন্য পর্ন ভিডিও তৈরি করেছিলেন ফরাসি ওই প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে মৃত্যুর আগে ভিডিও গুলোর দাম পরিশোধ না করায় তার বিরুদ্ধে এই মামলা করেন প্যারিসভিক্তিক প্রতিষ্ঠান আটিলা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবরাজের চাহিদার কথা চিন্তা করে তার পছন্দের মিস্ট্রেসকে দিয়ে ওইসব পর্ন ভিডিও নির্মান করা হয়। এমনকি কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিতেন তিনি।
ফ্রান্সের প্যারিসে যুবরাজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হোটেল রুমে পর্ন ভিডিও গুলো শুটিং করা হয় বলে জানিয়েছেন তারা।
আদালতের নথি অনুযায়ী, সৌদির কাছে আটিলার এখনও ৭৮ হাজার পাউন্ড অনাদায়ি রয়েছে। তবে যুবরাজ পরিবারে যে পরিমাণ সম্পদ আছে তার কাছে এই পরিমাণ অর্থ খুবই নগণ্য। কিন্তু আটিলার পাওনা টাকা যদি পরিশোধ হয় তবে প্যারিসের ওই ফ্ল্যাটটি এক্স-রেটেড মুভি বানানোর জন্য সত্য বলে প্রমানীত হবে।
এদিকে যুবরাজ সৌদের পরিবার এ ঘটনাকে অস্বীকার করে ওই অর্থ দিতে অসম্মতি জানিয়েছেন। এ বছর সেপ্টেম্বর মাসে সৌদের বিরুদ্ধে করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে।