আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

Slider বাংলার আদালত


আইনজীবী তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

সাঈদ আহমেদ রাজা বলেন, এবারের ভাইভা পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র তৈরি করা হবে। এগুলো বিতরণের জন্য দেওয়া হবে খুব দ্রুতই।
উল্লেখ্য, এবারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ২০৯ জন শিক্ষার্থী। আইনজীবী হতে ভাইভায় অংশ নেওয়ার অপেক্ষায় তারা।

গত ৮ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছিল, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় পাঁচ হাজার ২০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা গেছে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবেরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন মাধ্যমিক স্কুল, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬৯৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ২৫৭ জন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে- নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক। কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *