প্রতিদিন সড়ক অবরোধের ঘোষণা আন্দোলনকারীদের

Slider জাতীয়

159

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে প্রতিদিন সড়ক অবরোধ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন আগের মতোই চলবে। আমরা মতিয়া চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের একজন মন্ত্রী, সংসদের দাঁড়িয়ে কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? আমরা ঢাবি শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৈঠকে সরকারের প্রতিনিধি দলের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আটক আন্দোলনকারীদের এখনও ছেড়ে দেয়া হয়নি। এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *