খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : খাদ্যমন্ত্রী

Slider রাজনীতি

182746kalerkantho

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, এটা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত না এবং আন্দোলন হবেও না। আপনারা হুমকি দিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন। কুঁজোর চিৎ হয়ে শোয়ার স্বপ্ন যেমন সার্থক হয় না। আপনাদের মতো দলেরও আন্দোলন করে সরকারের পতন ঘটানোর স্বপ্ন সত্যি হবে না।

আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভিত নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা জনগণের ভেতর থেকে উঠে আসা একটা দল। কাজেই আমাদের এই সমস্ত হুমকি ধমকি দিবেন না।

সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কামরুল ইসলাম বলেন, সরকার বা আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোনো প্রয়াস নেই। এগুলো আপনারা করেছেন। বিভিন্ন সময়ে আপনারা সরকারে থাকার সময় করেছেন। সরকারের এগুলো করার কোনো অভিপ্রায় নেই।

তিনি বলেন, বিএনপি ভাঙবে কি একাট্টা থাকবে, এটা বিএনপির বিষয়। বিএনপির শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারি আসামির নেতৃত্ব মানতে চান না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙে ভাঙতে পারে। তাকে পছন্দ না করার জন্য বিএনপি ভাঙলে আমাদের কিছু করার নেই।

সংগঠনের উপদেষ্টা জাকির আহমদের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *