রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করবে ফেসবুক। এমন বিজ্ঞাপন যারা দেবেন তাদের পরিচয় সনাক্ত করবে ফেসবুক কর্তৃপক্ষ। একই সঙ্গে যাচাই করবে কে ওই বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করছে এবং তার পরিচয় কি। নির্বাচনের বাইরের হস্তক্ষেপ কমিয়ে আনতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। শুক্রবার কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এ খবর ডিদযেছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, সম্প্রতি তীব্র রোষের মধ্যে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভুয়া বিজ্ঞাপন প্রচার করা হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মাধ্যমে এক প্রার্থীকে সমর্থন করা হয়েছে। তা ছাড়া সম্প্রতি কয়েক লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ায় প্রচ- ক্ষোভের মধ্যে পড়ে ফেসবুক কর্তৃপক্ষ। এতে প্রচন্ড চাপে পড়েন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, তারা এসব পরিবর্তন আনছেন ফেসবুকে। এ জন্য তাদেরকে আরো কয়েক হাজার জনবল নিয়োগ দিতে হবে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগেই তিনি ফেসবুকের এসব পরিবর্তন সাধন করতে চান। জাকারবার্গ ফেসবুকে লিখেছেন, আমরা এ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে শুরু করতে যাচ্ছি। পরে বাকি বিশ্বের জন্য আগামীতে তা কার্যকর করবো।