গাসিক নির্বাচন ভাবনা-১৩: চলছে মন-উন্নয়ন, কাল দলীয় মনোনয়ন

Slider টপ নিউজ সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

30265200_2030886917234731_2961944854755540992_n

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: গাজীপুর সিটিকর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। এরই মধ্যে চলছে দলীয় মনোনয়ন লাভের লবিং। দলীয় মনোনয়ন পেতে চলছে মন-উন্নয়নও। বিভিন্ন দলের প্রধান সহ ব্যাক্তি, গোষ্ঠি ও দলের নেতাদের আর্শিবাদ নিতে প্রার্থীরা ছুটছেন দ্বারে দ্বারে। বড় পর্যায়ের নেতাদের মন পেতে চলছে দৌঁড়-ঝাপ। একই সঙ্গে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সমর্থন পেতে, একই পদে কৌশলে বিভিন্ন ব্যাক্তির নামে মনোনয়নপত্র ক্রয়ের রাজনৈতিক কৌশলও চলছে। নির্বাচনকে সামনে রেখে নানা সমীকরণে এখন পর্যন্ত মেয়র পদে মোট ১৯ জন প্রার্থী বলেই চাওড় হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা রয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম হেফাজতে ইসলামের আমির মাওলানা আহম্মদ শফি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সহ অনেক দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎে করেছেন। যদিও হেফাজতে ইসলামের একজন মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকেও একজন প্রার্থী সাবেক সচিব এম এন নিয়াজ উদ্দিন মেয়র প্রার্থী হচ্ছেন বলে পোষ্টরিং হয়েছে প্রচুর।

এদিকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ইতোধ্যে ৯জন, বিএনপির ৭জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। এর বাইরে জাসদের একজন, জামায়াতের একজন প্রার্থীও মনোনয়নপত্র ক্রয় করেছেন। সবমিলিয়ে গাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা বর্তমানে ১৯ জনে দাঁড়িয়েছে। আগামী ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গেলে দেখা যাবে কয়জন মেয়র প্রার্থী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *