চরিত্রের ভেতর ঢুকে যাওয়ার ক্ষেত্রে ভূমি পেদনকার যেন এক জাদুকর, এক উদাহরণ। নিজেকে চরিত্রানুযায়ী দ্রুত বদলে ফেলার এক ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা আছে তাঁর। তাঁর করা সব ছবিতেই আমরা এর আগে তাঁকে এভাবেই দেখেছি।
ভূমির আগামী ছবি অভিষেক চৌবের ‘সন চারিয়া’। এ ছবিতে ভূমি সত্তর দশকের চম্বল উপত্যকার এক ছোট শহরের নারী চরিত্রে অভিনয় করবেন।
সদ্যঃপ্রকাশিত হয়েছে ওই ছবিতে ভূমির ফার্স্ট লুক। সিঁথিতে লম্বা সিঁদুর, পরনে শাড়ি আর কাঁধে বড় রাইফেল। এ যেন অন্য এক ভূমি, যেন বন্যতা ছুঁয়েছে তাঁকে।
চরিত্রের প্রয়োজনে স্থানীয় ভাষাও আয়ত্ত করে নিয়েছেন তিনি ইতিমধ্যে। ভাষা শেখার জন্য রীতিমতো একজন শিক্ষকও নিয়োগ করেছিলেন তিনি।
সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং, যা চম্বল উপত্যকায় চলছিল। আর সেই শুটিংয়ে ভূমির একটি ছবি মুক্তি দেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে আরো আছেন সুশান্ত সিং রাজপুত আর মনোজ বাজপেয়ি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া