বিএনপির সভায় তারেকের ফোন, নির্বাচন নিয়ে নির্দেশনা

Slider রাজনীতি

15636

 

 

 

 

 

 

 

 

 

 

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপি নেতাদের দিক-নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথসভা।  সভায় লন্ডন থেকে তারেক রহমান বক্তব্য রাখেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সভা শেষে সাংবাদিকদের কাছে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন মির্জা ফখরুল।  তিনি বলেন, নির্বাচন নিয়ে যদিও আশঙ্কা রয়েছে তারপরও বিএনপি দুই সিটিতে নির্বাচন করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *