যে দেশে গায়ের রংয়ে মিলবে নাগরিকত্ব!

Slider বিচিত্র

sfsyjd_0

 

 

 

 

 

 

 

 

 

গায়ের রংয়ে পাওয়া যাবে নাগরিক অধিকার। আফ্রিকার লাইবেরিয়ায় নাগরিকত্ব পেতে হলে গায়ের রং হতে হবে কালো। বিষয়টি অবাক করা হলেও এমন ঘটে চলেছে লাইবেরিয়ায়।

‘মি. টনি হেজ’ লাইবেরিয়ার ৫০ বছরের অধিবাসী, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বিয়ে, এমনকি সফল ব্যবসাও গড়ে তুলেছেন সেখানে তিনি।

উলেখ্য, লাইবেরিয়া যখন যুদ্ধ, সংহিসতায় বির্পযস্ত তখন সেদেশেরই অনেক নাগরিক লাইবেরিয়া ত্যাগ করলেও, তিনি কোথাও যাননি।

অথচ এত বছরেও টনি হেজের নাগরিকত্ব মেলেনি। তার পেছনে একটিই কারন টনি হেজের গায়ের রং কালো নয়।

লাইবেরিয়াতে ৩০০০ লেবানিজ রয়েছেন। লেবানিজদের মধ্যে অনেকে লাইবেরিয়ার বেশকিছু বড় ব্যবসার মালিক। কিন্তু এখনো তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি।

পশ্চিম আফ্রিকায় যখন লাইবেরিয়া প্রতিষ্ঠিত হয় তখন সেদেশের সংবিধানে একটি ধারা যোগ করা হয়। ধারাটি হল- লাইবেরিয়ার নাগরিকত্ব পেতে হলে তাকে অবশ্যই আফ্রিকান বংশোদ্ভূত হতে হবে।

পরবর্তিতে লাইবেরিয়ার নতুন প্রেসিডেন্ট সাবেক ফুটবলার জর্জ উইয়াহ ওই বিধানকে বর্ণবাদী উল্লেখ করে বলেন, লাইবেরিয়া তৈরি হয়েছিলো মুক্ত মানুষের আশ্রয় হিসাবে। কিন্তু বর্ণের ভিত্তিতে বৈষম্য সেই চেতনারবিরোধী। এদিকে প্রেসিডেন্টের এমন মন্তব্যে অনেক লাইবেরিয়ান শঙ্কায় পড়েছেন।

ইতোমধ্যে অন্য দেশের বা অন্য বর্ণের মানুষ নাগরিক অধিকার না পায় সেজন্য দেশটিতে সংগঠন তৈরি হয়েছে সম্প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *