গ্রাম বাঙলা ডেস্ক: বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছেন, আওয়ামী লীগের অনেক নেতা তাদের বইয়ে জিয়াউর রহমানের ঘোষণার কথা উল্লেখ করেছেন। তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইয়ে এর স্বপক্ষে অনেক প্রমাণ দিয়েছেন।
তিনি বলেন, বইটির মোড়ক উম্মোচনের অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত থাকলেও কেউ কোন প্রতিবাদ করেননি। আওয়ামী লীগ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা মানেন না। কিন্তু জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নতর হতে পারতো।
আনোয়া আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বেশি সময় নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, বেশি সময় আপনার হাতে নেই। মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। মানুষ ভোট দিলে আবার ক্ষমতায় আসবেন। দখলদারি বেশিদিন চলতে পারে না।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনোয়ার বলেন, দম্ভ-অহংকারের পরিণতি ভালো নয়। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। না হলে পাকিস্তানিদের যেভাবে বাংলাদেশের মানুষ সরিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীকেও সেভাবে সরিয়ে দেবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উ-নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।