৭০ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সৌদির আকাশে ইসরায়েল গামী বিমান

Slider সারাবিশ্ব

guigidঅবশেষে ইসরায়েলগামী যাত্রীবাহী বিমানের জন্য ৭০ বছরের নিষেধাজ্ঞা বাতিল করল সৌদি আরব। বুধবার ভারতের নয়া দিল্লি থেকে সৌদির আরবের আকাশসীমা ব্যবহার করে তেল আবিবের পথে যাত্রার উদ্দেশ্যে প্রথমবারের মত অনুমোদন পায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।

গ্রিনিচ মান সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি সৌদি আরবের আকাশ সীমায় প্রবেশ করে। তিন ঘণ্টা ধরে প্রায় ৪০ হাজার ফুট উঁচু দিয়ে দেশটির উপড়ে উড়ে যায় বিমানটি।

প্রায় সাত ঘন্টা যাত্রার পর তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌছায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি।

এ ঘটনাকে একটি যুগান্তকারি পদক্ষেপ বলে উল্লেখ করে ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন টানা দুবছর কঠিন পদক্ষেপের মাধ্যমে এ নিষেধাজ্ঞা বাতিল সম্ভব হয়েছে এতে করে যাত্রাপথে নির্ধারিত সময়ের পাশাপাশি যাত্রীদের ভাড়াও কমবে বলে জানান তিনি।

তবে এয়ার ইন্ডিয়াকে আকাশসিমা ব্যবহারের জন্য রিয়াদ কতৃপক্ষ কোন আনুষ্ঠানিক স্বকৃতি দেয়নি সেই সাথে প্রথমবারের মত এই নিষেধাজ্ঞা বাতিলের পর ইসরায়েলের কোন বাণিজ্যিক বিমান অবতরন করতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত কোন ঘেষনা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *