নেপাল ট্র্যাজেডি: একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Slider জাতীয়

108990_aaa (1)

 

ঢাকা: নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মানবজমিনকে এ তথ্ নিশ্চিত করেন। সোমবার ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ইউএস বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে নিহত হয় ৫০ জন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *