রাতুল মন্ডল শ্রীপুর, শ্রীপুর (গাজীপুর) : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলী ছেলে এফএইচ প্রিয়ক তার এক মাত্র মেয়ে তামারা প্রিয়নময়ী (০৩)।
বাংলাদেশ থেকে নেপালে যাওয়া ফারুকের বন্ধু সোহাগ জানান, নেপালে চিটিং হাসপাতাল মর্গে প্রিয়ক ও তার মেয়ের মরদেহ আমরা সনাত্ত করতে পেরেছি।