খালেদা জিয়ার জামিন বিবেচনায় ৪ বিষয়

Slider বাংলার আদালত

301093_11

 

 

 

 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৪ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত জানিয়েছেন তার জামিনের ব্যাপারে ৪টি বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত রায়ে বলেছেন, পেপারবুক তৈরি হলে এ মামলার আপিল শুনানি শুরু হবে। আদালত এ মামলার পেপারবুক তৈরির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন।

মামলায় বিবেচনায় নেয়া চারটি বিষয় সম্পর্কে আদালত বলেছেন,
১. এ মামলায় নিম্ন আদালতের দেয়া সাজার মেয়াদ কম।

২. নিম্ন আদালতের নথি এসেছে কিন্তু পেপারবুক তৈরি হয়নি।

৩. এ মামলায় খালেদা জিয়া জামিনে ছিলেন। জামিনকালে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন। তিনি জামিনের অপব্যবহার করেননি।

এবং ৪. তার বয়স ৭৩ বছর। তিনি অসুস্থ। তাই তাকে সীমিত সময়ের জন্য জামিন দেয়া হলো।

কিন্তু বেগম খালেদা জিয়া কি মুক্তি পাচ্ছেন?

খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, রায়ের কপি কারাগারে পৌঁছার পর মুক্তি পাবেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা রায়ের কপি আগামীকাল মঙ্গলবার ট্রায়াল কোর্ট- ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে নিয়ে যাব। চেষ্টা করবো আগামীকালই সেখান থেকে জামিন আদেশ নিয়ে কারাগারে পৌঁছানোর। এসব প্রক্রিয়া শেষে কারাগার থেকে বেরিয়ে আসবেন বেগম জিয়া।

এদিকে, আজ রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাৎক্ষণিকভাবে রায়টি দুই দিনের জন্য স্থগিত রাখার আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে দেন।

এছাড়া দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, দুদকের সাথে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী রায়ের বিপক্ষে আপিল করা হবে।

এর আগে গতকাল রোববার বিশেষ আদালতের রায়ের নথি হাইকোর্টে না পৌঁছায় আদালত আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন। পরে গতকালই দুপুর ১২টা ৫৪ মিনিটে পুলিশ পাহারায় বড় একটি ট্রাংকে করে মামলার নথি হাইকোর্টে আসে।

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনের বিষয়টি আদালতের নজরে এনে বলেছিলেন, বিচারিক আদালত থেকে ১৫ দিনের মধ্যে নথি আসার কথা, সেই সময় শেষ হয়ে গেছে। তারা জামিনের আদেশ দেয়ার আবেদন জানান। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত রোববার জামিন আবেদনের আদেশের জন্য কার্যতালিকায় রাখার আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এ ছাড়া খালেদা জিয়ার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতের নথি ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠানোর আদেশ দেয়া হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে বিচারিক আদালতের নথি পৌঁছার পর জামিন বিষয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করেন হাইকোর্ট। এর আগে ২০ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার খালাস চেয়ে তার আইনজীবীরা হাইকোর্টে আপিল দায়ের করেন।

এ ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে বিচারিক আদালতের নথি পৌঁছার পর জামিন বিষয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করেন হাইকোর্ট।

গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে গ্রেফতার করে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন কারাগারে আছেন। এ ছাড়া এ মামলায় বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া মামলায় অন্য চার আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিসুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া আসামিদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *