প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বাপ্পী লাহিড়ি

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া

163237bappi-hasina-20180306152430রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। এসময় বাপ্পী লাহিড়ী ‘দ্য স্লাম স্টারস অব ইন্ডিয়া’ শীর্ষক তাঁর একটি মিউজিক ভিসিডি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

প্রধানমন্ত্রী শুধু বক্তৃতা নয়, সংগীতের মাধ্যমেও বিভিন্ন বিষয় জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার, ৭ মার্চে কনসার্টের আয়োজন করেছে। এর লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের সামনে এ মহান নেতার ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরা।

বাপ্পী লাহিড়ী প্রধানমন্ত্রীকে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে আমি আমার ক্যারিয়ার শুরু করি। ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে অংশগ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *