শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পার্বতী চরিত্রে অভিনয় করবেন পপি। এর আগে এ চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশ্বাস। পপি ‘দেবদাস’র রিমেকে নয় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামক একটি সিনেমায় অভিনয় করবেন। ছবিটিতে পপির বিপরিতে দেবদাস চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস।
ছবির পরিচালক আরিফ বলেন, ‘এটি ‘দেবদাস’র রিমেক নয়। শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে আমার সিনেমার কাহিনি। সম্পূর্ণ মৌলিক এ সিনেমায় শরতের অন্য চরিত্রগুলোর মতো দেবদাস ও পার্বতী থাকবে।’
সিনেমাটির নামকরণ বিষয় পরিচালক বলেন, ‘এখানে শরৎচন্দ্রের প্রতিটা চরিত্রকে একটিকে আরেকটির মুখোমুখি করাবো। তবে তাই বলে এতে কাঠগড়ার কোন দৃশ্য নেই।’
আগামী এপ্রিলে শুটিং শুরু হয়ে মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ইভেন্ট প্লাসে’র ব্যানারে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি নির্মিত হবে।