নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী নাসির বাহিনীর প্রধান নাসির উদ্দিন নাসুকে (২৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের রাস্তারহাট বাজারের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাসির উদ্দিন নাসু উপজেলার জিরতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের রাস্তারহাট বাজার থেকে মাইক্রোবাসে অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত এসে অর্তকিতে হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নাসির উদ্দিন নাসু উঠিয়ে নিয়ে যায়। এরপর তাকে বাজারের পাশের দীঘিরপাড় এলাকায় গলা কেটে হত্যা করে।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শীর্ষ সন্ত্রাসী নাসির উদ্দিন নাসুর বিরুদ্ধে থানায় হত্যা, চাঁদাবাজি সহ ২০টির অধিক মামলা রয়েছে।