মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

Slider সারাবিশ্ব

155610roberta-jacobsonমার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে জটিলতা কাটছে না। এ অবস্থায় মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্টা জ্যাকবসন মে মাসের মধ্যে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগের কথা জানান।

ওবামা প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রদূতের। এছাড়া সীমান্তে দেয়াল নির্মাণসহ নানান বিষয়ে ট্রাম্পের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন জ্যাকবসন। ফলে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই চাকরিচ্যুত হবেন বলে অনেকে মনে করলেও শেষ পর্যন্ত তাকেই নিজে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হলো।

গত বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদ ছেড়ে দেওয়ার যে হিড়িক চলছে, জ্যাকবসন তাতে সামিল হলেন।

এ নারী এমন এক সময়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) বাতিল ও সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকো থেকে আদায়ের ধারাবাহিক হুমকি দিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *