দুবাইয়ে প্রবাসীদের আয় ঈর্ষনীয়!

Slider সারাবিশ্ব

161948Dubaiদুবাইয়ে বসবাসকারী প্রবাসীদের আয় মিনা অঞ্চল এমনকি বিশ্বের বেশিরভাগ শহর থেকেও বেশী। সোমবার এইচএসবিসি-এর প্রবাসী সংক্রান্ত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এইচএসবিসি-এর ওই জরিপের তথ্যানুযায়ী, দুবাইয়ে প্রবাসীদের গড়পড়তা বার্ষিক আয় ১৩৮১৭৭ ডলার বা ৫০৭১১০ দিরহাম। এক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৩০টি দেশের মধ্যে আমিরাতের অবস্থান ১১তম।

দুবাইয়ে প্রবাসীদের গড়পড়তা আয় বিশ্বের প্রধান শহরগুলো যেমন: সিডনী, টোকিও, দোহা, সিঙ্গাপুর,কুয়ালালামপুর, অসলো, লন্ডন, ভিয়েনা ইত্যাদি থেকেও বেশী।

সংস্থাটি জানায়, প্রবাসীদের গড়পড়তা আয়-সিডনী-১৩৪৩৬৮, টোকিও-১৩২৫০৮, দোহা-১৩১৪০৮, সিঙ্গাপুর-১১৭৫১৫, কুয়ালালামপুর-১১৭৫১৫, অসলো-১১৪৫৩৮, লন্ডন-১০৭৮৬৩, ভিয়েনা-১০৩৩৪২ ডলার।

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ে প্রবাসীদের গড়পড়তা বার্ষিক আয় ২১৭১৬৫ ডলার। জরিপে শীর্ষ অবস্থানে আছে মুম্বাই।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *