প্রযুক্তিবিশ্ব নিয়ে বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী!

Slider তথ্যপ্রযুক্তি

Capturetek

 

 

 

 

 

দিন দিন মানুষ হাতে পাচ্ছে নিত্যনতুন আধুনিক সব ডিভাইস। তবে ভবিষ্যতে প্রযুক্তির রূপ কেমন হবে তা নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে  সবকিছুতেই প্রযুক্তির প্রাধান্য চোখে পড়বে বলে ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে নিচে তেমনই কিছু ভবিষ্যৎবাণী নিচে আলোচনা করা হল :

১. ডিজিটাল মিডিয়াকে মানুষ গ্রহণ করছে আরো বেশি করে। অন্যান্য সবকিছু ডুবতে বসেছে।

২. ভিডিও, গান এবং ডিজিটাল প্রিন্ট-এ সাবস্ক্রিপশন বৃদ্ধি পাচ্ছে অতি দ্রুত হারে।

৩. স্থানীয় ডিজিটাল অ্যাডভার্টাইজিং বাড়তে থাকে নিরবচ্ছিন্নভাবে।

৪. বিজ্ঞাপন ব্লক করা নিয়ে বর্তমান সমস্যা এমনিতেই দূর হবে।

৫. ভবিষ্যত প্রযুক্তি দুনিয়ায় স্মার্ট গ্লাস, স্মার্ট কার বা ভার্চুয়াল রিয়েলিটি খুব বড় অংশ দখল করতে পারবে না।

৬. টেলিভিশন নেটওয়ার্কগুলো শিগগিরই সংবাদপত্র নিয়ে যন্ত্রণায় পড়বে।

৭. এ খাতে ক্ষমতা এবং সম্পদের পরিমাণ এত বাড়বে যা আগে কখনো হয়নি। সূত্র : বিজনেস ইনসাইডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *