মঙ্গলযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে নাসাঢাকা: মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা বৃহস্পতিবার মহাকাশযান উৎক্ষেপন করতে যাচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যুক্তরাস্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপক্যানাভেরাল স্টেশন থেকে এটি উৎক্ষেপন করা হবে।
মহাকাশযানটি দেখতে অনেকটা সত্তরের দশকে চাঁদে পাঠানো অ্যাপোলো যানের মতো। তবে এটি আকারে বড় ও বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। এই স্পেস ক্যাপসুলটি ৫৭ হাজার ৮শ কিলোমিটার দূরে যাবে, যা মহাকাশে অবস্থিত ইন্টান্যাশনাল স্পেস স্টেশন থেকে ১৪ গুন বেশি দূরে। মহাকাশবিজ্ঞানীরা আশা করছেন এর মাধ্যমে ২০২০ সালে মঙ্গলের উপগ্রহ লুনার এবং ২০৩০ সালের মধ্যে মঙ্গলে পা ফেলতে সক্ষম হবে মানুষ।
নাসার ব্যবস্থাপক চার্লি বোল্ডেন বলেন, ‘এটি বিশাল, বৃহস্পতিবার আমাদের জন্য অনেক বড় একটি দিন।’