মার্কিন বিচার বিভাগ কৃষ্ণাঙ্গ নাগরিক এরিক গার্নারের হত্যাকাণ্ডের তদন্ত করবে বলে জানিয়েছে। এর আগে গার্নারের হত্যাকারী নিউইয়র্কের শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না বলে জানিয়েছিল গ্রান্ড জুরি।
বিচারকদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বুধবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।
গত ১৭ জুলাই নিউ ইয়র্কের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে ৬ সন্তানের বাবা এরিক গার্নারকে (৪৩) আটক করে পুলিশ। কয়েকজন পুলিশ সদস্য তাকে জোর করে রাস্তায় ফেলে চেপে ধরলে শ্বাসরোধে এই কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়।
তবে পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল প্যান্টালিওর দাবি করেছেনগার্নার গ্রেপ্তারে বাধা দেওয়ায় তাদের ওই পদক্ষেপ নিতে হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের প্রতিবেদনে ওই ঘটনাকে হত্যা হিসাবে উল্লেখ করা হলে বিষয়টি গ্র্যান্ড জুরিতে যায়।
uqsrbibm গার্নার হত্যাকাণ্ডে ফের তদন্তের আশ্বাসঅভিযুক্ত পুলিশ ড্যানিয়েল প্যান্টালিওর বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার নিউইয়র্ক, ম্যানহ্যাটান এবং স্টাটেন আইল্যান্ডে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান গার্নারের বাবা বেন। তিনি নিউইয়র্কের সমাবেশে বক্তব্য রাকার সময় বলেছেন,‘আপনারা শান্ত থাকুন। আমরা সবাই এই সিদ্ধান্তে আহত হয়েছি।’
জুরিদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কৃষ্ণাঙ্গরা আগামী সপ্তাহে রাজধানী ওয়াশিংটনে বড় ধরণের বিক্ষোভের ডাক দিয়েছেন।
এদিকে বিক্ষোভের প্রেক্ষিতে এটর্নি জেনারেল এরিক হোল্ডার গার্নার হত্যাকাণ্ডের‘একটি স্বাধীন, নিরপেক্ষ এবং দ্রুত’ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বিচার বিভাগ সকল প্রমাণ ও আলামত পুনরায় পরীক্ষা করে দেখবে।কেননা তার ভাষায়,‘সকলের জীবনই সমান মূল্যবান।’
মাত্র নয় দিন আগেই মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের গ্র্যান্ড জুরি অন্য এক কৃষ্ণাঙ্গের হত্যাকাণ্ডে একই ধরনের রায় দিয়েছিল। তারা নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে (১৮) গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত দিয়েছিল।