ঐশীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১০ ডিসেম্বর

বাংলার আদালত

image_158829.image_dr24_5পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু কেউ সাক্ষ্য দিতে না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১০ ডিসেম্বর দিন রাখেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
মা-বাবা খুন হওয়ার পর রহস্যজনকভাবে পালিয়ে যায় ঐশী। ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোটভাই মো. মশিহুর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন ঐশী রমনা থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন ঐশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *