রাষ্ট্রপতির আগমনের কারনে সিলেটে বিএনপির অনশন কর্মসূচি সংক্ষিপ্ত

Slider সিলেট
IMG_20180214_144555
হাফিজুল ইসলাম লস্কর :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বুধবার সকাল ৯-৪টা পর্যন্ত অনশন কর্মসূচি পালনের কথা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার সিলেটে রাষ্ট্রপতির আগমনের কারণে কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেনসহ পুলিশ কর্মকর্তাদের অনুরোধে দুপুর ১২টায় অনশন কর্মসুচি ভঙ্গ করে সিলেট বিএনপি।
সিলেটে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে নির্ধারিত সময়ের চারঘন্টা আগে অনশন কর্মসূচি শেষ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে সকাল ৯টা থেকে তারা শান্তিপূর্ণভাবে রেজিস্ট্রারি মাঠে অনশন কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল ৯টা থেকে রেজিস্ট্রারি মাঠে অনশন কর্মসূচি শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনশনস্থলে আসতে থাকেন। সকাল ১১টার দিকে কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রেজিস্ট্রারি মাঠে যান। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তার স্বার্থে কর্মসূচি সংক্ষিপ্ত করার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।
পুলিশের অনুরোধের প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা দুপুর ১২টায় তাদের কর্মসূচি শেষ করতে সম্মত হন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা এম এ হকের মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনশন কর্মসূচি।
অনশন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,
সহ সভাপতি সালেহ আহমদ খসরু, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, রেজাউল হাসান কয়েস লোদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, জেলা ওলামাদল নেতা মাও. সাদিকুল রহমান ইয়ামেনী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *