মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাভার পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি বুলবুল আহাম্মেদ (২৬)-এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন এনায়েত হোসেন ও রনি নামে দুই ছাত্রলীগ কর্মী।
শুক্রবার দুপুরে একিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
বুলবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য বোরহান উদ্দিনের ছেলে। তিনি সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় বসবাস করতেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।