“ধর্মপাশায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের বিভ্রান্তিকর জালিয়াতি”

Slider সিলেট
ae1381352b7e7d45fd30597c73bc0d2a
সুনামগঞ্জ প্রধিনিধি:-
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার খয়েরদির দাখিল মাদ্রায় আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় ২০১৮ সালের দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা  চলাকালীন সময়ে পরীক্ষায় অংশ নেওয়া মহিষখলা দাখিল মাদ্রাসার ৬-৭ সাত জন ছাত্রী মাজহারুল হক নামক এক শিক্ষকের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রীদের মধ্যে একজন জানায়, মাজহারুল হক স্যার আমাদের তিন নম্বর হলের হল সুপার হিসাবে কর্তব্যরত ছিলেন। আমাদের খাতায় দস্তগত করার সময় কয়েকটি প্রশ্নের নাম্বার পরিবর্তন করছেন।
কেন্দ্র সচিব শামছুজ্জামান জানান, এই রকম বিভ্রান্তিকর পরিস্থিতি কোনো রকমভাবে গ্রহন যোগ্য নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ সত্য।
মহেষখলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আজিজ জানান, এই রকম ঘৃনিত বিভ্রান্তিকর পরিস্থির তীব্র নিন্দা জানাচ্ছি। ঐ শিক্ষকের নিন্দনীয় বিষয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দাখিল করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *