রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে (০৬ ফেব্রয়ারী মঙ্গলবার) দুপুরে গাজীপুরের শ্রীপুরের আটটি ইউনিয়নকে গ্রামীণ এ্যাম্বোলেন্স প্রদান করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ্যাম্বোলেন্স গুলো ইউনিয়নের চেয়ারম্যান গনের কাছে হস্তান্তর করেন। এর সাথে সাথে অবসর প্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি অপেক্ষা ঘর ও শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক উ™ে¦াধন করেন।
জানা যায় উপজেলার গ্রামীণ স্বস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ইউনিয়ন পর্যায়ে বিশেষ ভাবে তৈরী ব্যাটারী চালিত এ্যাম্বোলেন্স প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। এসব গ্রামীন এ্যাম্বোলেন্স গ্রাম পর্যায়ের দুস্থঃ দরিদ্র, অসহায় মানুষ ও প্রসূতি মায়েদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত কারার কাজে নিয়োজিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ জলিল বি এ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, সহকারী কমিশনার ভূমি মোঃ সোহেল রানা ,সরকারী কর্মকর্ত কর্মচারী, ইউপির চেয়াম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।