খুলনায় আগ্নেয়াস্ত্র বহনে পুলিশের নিষেধাজ্ঞা

Slider খুলনা

khulna1

 

 

 

 

 

আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা মহানগরী এলাকায় সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির।

মঙ্গলবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-১৯৮৫ এর ৩০ ধারায় ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ০১ মিনিট হতে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত খুলনা মহানগরী এলাকায় সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *