শ্রীপুরে নকলে বাধা দেওয়ায় কেন্দ্র সচিবের সামনে শিক্ষককে হত্যার হুমকি

Slider ঢাকা

gajipur-mapশ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি কেন্দ্রের ৪নং কক্ষে নকল দিতে গেলে কক্ষ পরিদর্শক নকল সরবরাহকারী শিক্ষককে বাধা দেয়। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে কেন্দ্র সচিবের সামনেই কক্ষ পরিদর্শককে হত্যার হুমকি দেয়।

জানা যায়, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিদারুল আলম যথারীতি ওই পরীক্ষা কেন্দ্রে ৪নং কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে লতিফপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসেন ওই কক্ষে নকল সরবরাহ করতে যায়। এসময় কক্ষ পরিদর্শক দিদারুল তাকে কক্ষে প্রবেশ বাধা নিষেধ দেয়। বাধা উপেক্ষা করে কামাল হোসেন ওই কক্ষে নকল সরবরাহ করে। এ নিয়ে দু’শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দিদারুল আলম বিষয়টি কেন্দ্র সচিবের কক্ষে গিয়ে অবহিত করেন। এসময় নকল সরবরাহকারি কামাল হোসেন কেন্দ্র সচিবের সামনেই দিদারুলকে কেটে টুকরা টুকরা করে ফেলার হুমকি দেয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, পরীক্ষার্থীরা অভিযোগ করে জানান, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চার শিক্ষকের ছেলে মেয়ে ভেনু পরিবর্তন না করেই এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়া কেন্দ্র সচিবের স্কুলের ছেলে মেয়েরাও একই ভেনুতে পরীক্ষা দিচ্ছে।

কেন্দ্র সচিব নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক কামাল হোসেনকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান পরীক্ষা কেন্দ্রের অনিয়মের বিষয়ে যথা যথ ব্যবস্থা নেয়াহবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *