রাশিয়ার তুলনায় চীন আরো বড় হুমকি হতে পারে : সিআইএ প্রধান

Slider সারাবিশ্ব

132420cia-chief-Mike-Pompeoসিআইএর প্রধান মাইক পম্পিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমে চীন যেভাবে গোপনে প্রভাব বিস্তার করছে তাতে দেশটিকে নিয়ে রাশিয়ার মতো উদ্বিগ্ন হওয়ার কারণ তো আছেই, এমনকি রাশিয়ার তুলনায় চীন আরো বড় হুমকি হতে পারে।

যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার মতো চীনও বিরাট হুমকি বলে বিবিসিতে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থা প্রধান।

গোয়েন্দাপ্রধান বলেন, চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য চুরি এবং স্কুল ও হাসপাতালগুলোতে অনুপ্রবেশ করছে। এখন তারা ইউরোপ ও যুক্তরাজ্যের দিকেও হাত বাড়াচ্ছে। রাশিয়ার চেয়েও এ ধরনের গোপন তৎপরতা চালাতে চীনের আরো বড় পরিকল্পনা রয়েছে।

অর্থনীতির দিক থেকে রাশিয়া এবং চীনের কথা উল্লেখ করে পম্পিও বলেন, দুই দেশের অর্থনীতির সমীকরণ নিয়ে একটু ভেবে দেখুন, রাশিয়ার চেয়ে এক্ষেত্রে চীনের পদচারণাই বেশি।

পশ্চিমা সমাজে দুই দেশের প্রভাব বিস্তারে চীনকে বেশি সক্ষম বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *