কলকাতার ছবিতে জয়া আহসান

বিনোদন ও মিডিয়া

image_158510.304fde6f036cbccf354dedc81a486230-04সৃজিতের ‘রাজকাহিনী’তে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে। তবে এই প্রথম নয়। এর আগেও অরিন্দম শীলের ‘আবর্ত’এ চারু সেনের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ১৯৪৭ সালের ভারত বাংলাদেশ ভাগের ঘটনাই সৃজিতের ছবির বিষয়। জয়া জানান, ‘সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে সৃজিতের সঙ্গে আলাপ হয়েছিল। তখনই তিনি এই ছবিটিতে অভিনয়ের কথা বলেন এবং চিত্রনাট্য পড়তে দেন। আমিও রাজি হয়ে যাই। তার মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এখনই চরিত্র নিয়ে মুখ খোলার অনুমতি পাইনি।
প্রসঙ্গত, জয়া কিন্তু কম সংখ্যক ছবিতে কাজ করলেও রীতিমতো একাধিক পুরস্কার জিতেছেন অভিনয়গুণে।
জয়া ছাড়া ‘রাজাকাহিনী’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ব্রাত্য বসু। দু-একদিন আগেই ছবির শুভ মহরত হয়ে গেছে। শুটিং শুরু হবে শিগগিরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *