রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদেই ভরসা আ’লীগের

Slider রাজনীতি

288312_174

 

 

 

 

মো: আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদেও রাষ্ট্রপতি থাকছেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের মতো ঝুঁকি নিতে চাইছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী একই ব্যক্তির দুই দফায় রাষ্ট্রপতি হতে বাধা নেই। ফলে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদেও রেখে দিতে চাইছে দলটি। যদিও এর আগে দেশের কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হননি। ফলে আবদুল হামিদ আবার রাষ্ট্রপতি হলে তিনিই হবেন ১৯৯১ সালে দেশ সংসদীয় গণতন্ত্রে ফেরার পর দুই মেয়াদের প্রথম রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরাই প্রার্থীদের নাম প্রস্তাব ও সমর্থন করতে পারবেন। এর আগে বুধবার রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে বৈঠক করেন সিইসি। এ ছাড়া ভোটগ্রহণের জন্য ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি থেকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে।

এর আাগে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। সে ক্ষেত্রে সাংবিধানিকভাবে কমিশনকে মেয়াদ শেষের ৬০ দিন আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন এমপিদের ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে কাজ করেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *