সৌদি আরবের বেশিরভাগ নারীর ২০ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায় বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ। সৌদির জনসংখ্যা বিষয়ক, অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন পরিসংখ্যানে এ ধরনের চিত্র উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, সৌদি আরবের বেশিরভাগ পুরুষ ২৫ বছর বয়সে বিয়ে করেন। অন্যদিকে গড়ে ২০ বছর বয়সের মধ্যেই নারীদের বিয়ে হয়ে যায়।
সেখানকার ৪৬ শতাংশ নারীর বয়স ২০ বছর হওয়ার অনেক আগেই বিয়ে হয়ে যায়। আর যেসব নারীর বয়স ৩২ বছর হয়ে যায়, তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। সে দেশে মাত্র দুই দশমিক ৯৫ শতাংশ নারী বর্তমানে অবিবাহিত রয়েছেন।
কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেছেন, ৩২ বছর বয়সী যে নারীর সমবয়সী আরেকজনের বিয়ে হয়েছে, তার হয়তো মেয়ের বয়স ১২ কিংবা ১৩ হয়ে গেছে। সে ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সেই মেয়ের বিয়ে দিতে হবে। সে কারণে পাত্রপক্ষ মায়ের বয়সী কাউকে সেভাবে পছন্দ করতে চায় না।
সূত্র : সৌদি গেজেট